BCS PRELIMINARY PREPARATION BANGLA



★ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসমূহ (বিগত লিখিত প্রশ্ন)
” Rajmohon’s wife দুর্গেশনন্দিনী আনন্দে বলে — কৃষ্ণ আইল দেবীর কুন্ডে, মৃণা রাজা ইন্দিরা…..সীতার বিষেতে, রাধা চন্দ্রশেখর রজনীকা।“
NB :: মুখস্ত করতে ‘কৃষ্ণ আইলো রাধার কুন্ডে’ গানটির মত করে গাইতে হবে।
.
এবার গানের সাথে মিলিয়ে নেন :
Rajmohon’s wife (১ম উপন্যাস)
দুর্গেশনন্দিনী (বাংলায় রচিত ১ম উপন্যাস)
আনন্দে = আনন্দমঠ
কৃষ্ণ = কৃষ্ণকান্তের উইল (সর্বশেষ্ঠ উপন্যাস)
দেবীর = দেবী চৌধুরাণী
কুন্ডে = কপালকুন্ডলা (বাংলা সাহিত্যের ১ম রোমান্টিক উপন্যাস)
মৃণা = মৃণালিনী
রাজা = রাজসিংহ
ইন্দিরা = ইন্দিরা
সীতার = সীতারাম
বিষ = বিষবৃক্ষ
রাধা = রাধারানী
চন্দ্রশেখর = চন্দ্রশেখর
রজনীকা = রজনী
NB : গানের সাথে মিলিয়ে নেন।
.
★ বঙ্কিম এর ত্রয়ী উপন্যাসমূহের নাম (৩৪ বিসিএস লিখিত প্রশ্ন)
.
মনে রাখার ছন্দ:
“আনন্দে আছে সীতা দেবী”
আনন্দে = আনন্দমঠ
সীতা = সীতারাম
দেবী = দেবী চৌধুরাণী
.
—————————————–
★ বৈষ্ণব পদাবলির ৫ জন কবির নাম : (বিগত লিখিত প্রশ্ন )
—————————————–
মনে রাখার ছন্দ:
“বলে বিদ্যা চন্ডী, জ্ঞান গোবিন্দ রবি”
বলে = বলরাম,
বিদ্যা = বিদ্যাপতি,
চন্ডী = চন্ডীদাস,
জ্ঞান = জ্ঞানদাস,
গোবিন্দ = গোবিন্দদাস,
রবি =রবীন্দ্রনাথ।
.
=======================
সাহিত্য মনে রাখার পরবর্তী ছড়াগুলো বইয়ের সাথে মিলিয়ে নিবেন smile emoticon
=======================
.
—————————————–
★ জসিম উদদীন (১৯০৩-১৯৭৬)
—————————————–
নাটক :
পদ্মাপারের বেদের মেয়ে ও পল্লীবধূ মধুমালা গ্রামের মায়া ছেড়ে আসমান সিংহ নাটক দেখে।
.
কাব্য :
রূপবতী সখিনা বালুচর মাঠের রাখালী হাসুর এক পয়সা বাঁশি শুনতে না পারায় ধানক্ষেতে মাটির কান্না কেঁদে সোজন বাদিয়ার ঘাটে গেল।
.
—————————————–
★ কাজী নজরুল ইসলাম : (১৮৯৯-১৯৭৬)
—————————————–
উপন্যাস :
বাধনহারা কুহেলিকা মৃত্যুক্ষুধায় অস্থির। (৩৬ প্রিলি = প্রিলির পূর্বেই এটি পোস্ট করেছিলাম)
.
গল্প :
শিউলিমালা কে পদ্মগোখরা ব্যথা দিলে রিক্তের বেদনায় জিনের বাদশায় পরিণত হয়।
.
নাটক :
আলেয়া ও মধুমালা ঝিলিমিলি নাটক থেকে দেখে পুতুলের বিয়েতে গেল।
.
—————————————–
★ রবীন্দ্রনাথ ঠাকুর :
—————————————–
রবী ঠাকুরের ৫ টি উপন্যাসের নাম লিখুন (বিগত লিখিত প্রশ্ন )
.
মনে রাখার সহজ উপায় (রবীন্দ্রনাথের ১২ টি উপন্যাস)
“চার অধ্যায় মুখস্থ করা গোরা,
দুইবোন রাজর্ষি ও মালঞ্চের সাথে শেষ বারের মত যোগাযোগ করতে গেলে,
চতুর করুণা ঘরের বাহিরে বউ হাটে নৌকা ডুবিয়ে দেয়।”
.
—————————————–
★ মানিক বন্দোপাধ্যায় :
—————————————–
উপন্যাস :
মাঝি জননী পুতল নাচে।
.
=======================
NB : বইগুলো মাঝে মাঝে সহজে মনে রাখার জন্য ছন্দ/ছড়া বানাতে গিয়ে বড় ও কঠিন করে ফেলেছে।
বাড়তি শব্দ না থাকলে, সংক্ষিপ্ত হলে সহজে মনে থাকে। গাইতে গাইতে যদি গায়েন হয়, তবে ছন্দে ছন্দে পড়াও হয়।



Previous
Next Post »

Popular Posts