HUMAYUN AHMED | ABONG HIMU | HIMU SERIES

HUMAYUN AHMED | ABONG HIMU | HIMU SERIES 



হিমু একটি জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ  রচিত জনপ্রিয় কাল্পনিক চরিত্র হিমু একজন বেকার যুবক যার আচরণে কিছুটা অজাগতিক ব্যপার সেপার লক্ষ করা যায় হিমুর প্রথম উপন্যাস ছিল ময়ূরাক্ষী এর প্রাথমিক সাফল্যের পরই লেখক হিমু বিচ্ছিন্নভাবে বিভিন্ন উপন্যাসে প্রকাশিত করতে থাকেন


হিমুকে  নিয়ে  কতগুলি  বই  লিখেছি  নিজেও জানি না  মন  মেজাজ  খারাপ থাকলেই  হিমু  লিখতে  বসি  মন  ঠিক হয়ে যায় বেশি  লেখার  ফল  সব  সময়  শূভ  হয়  না  আমার  ক্ষেত্রেও  হয়  নি  অনেক  জায়গাতেই  ল্যাজে  গোবরে  করে  ফেলেছি  হিমুর  পাঞ্জাবির  পকেট  থাকে  না  অথচ  একটা  বই -এ  লিখেছি সে  পকেট  থেকে  টাকা  বের  করল  হিমুর  মাজেদা  খালা  এক বই -এ  হয়ে  গেলো  মাজেদা  ফুপু  তবে  হিমু  যে  ঠিক  আছে  তাতেই  আমি  খুশি  হিমু  ঠিক  আছে , হিমুর  জড়ৎ  ঠিক আছে  তার  বয়স  বাড়ছে  না  সে বদলাচ্ছে  না  এই আনন্দ সংবাদ  নিয়ে  ভূমিকা  শেষ  করেছি  সব  হিমুকে  বন্দি  করে  যে  প্রকাশক  বিশাল  হিমু  সমগ্র  বের  করলেন  তাঁকে  (মনিরুল হক, অনন্যা  ধন্যবাদ  – হুমায়ূন আহমেদ 


ebong himu


যারা হুমায়ন আহমেদ এর হিমু সিরিজের সবগুলো বই এক সাথে খোঁজ করেছিলেন,তাদের জন্যই এই সিরিজের সবগুলো বই নিয়ে আমরা হাজির।তাই দেরি না করে ডাউনলোড শুরু করে দিন আর উপভোগ করতে থাকুন “হিমু”।






Previous
Next Post »

Popular Posts