২০১৬ সালের শীর্ষ সম্মেলন
২০১৬ সালে যে সকল আন্তর্জাতিক সংগঠনের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে/হবে তার তালিকা একনজরে দেখে নিন।বিসিএস সহ সরকারি চাকুরির পরীক্ষায় এগুলো থেকে প্রায় সময়ই প্রশ্ন এসে থাকে।
.
***G-20 (Group of Twenty) শীর্ষ সম্মেলন হবে?
.
স্থানঃ হাংঝু, চীন
কততমঃ ১১ তম
তারিখঃ ৪-৫ সেপ্টেম্বর ২০১৬
.
*** APEC (Asia-Pacific Economic Cooperation) শীর্ষ সম্মেলন হবে?
.
স্থানঃ লিমা, পেরু
কততমঃ ২৩তম
তারিখঃ ৭-১৮ নভেম্বর, ২০১৬
.
*** G-7 (Group of Seven) শীর্ষ সম্মেলন হবে?
.
স্থানঃ জাপানে।
কততমঃ ৪২ তম
তারিখঃ ২৬-২৭ মে ২০১৬
.
*** ASEAN (Association of Southeast Asian Nations) শীর্ষ সম্মেলন হবে?
.
স্থানঃ ভিয়েনতিয়েন, লাওস
কততমঃ ২৮তম
.
***ASEM (Asia–Europe Meeting) শীর্ষ সম্মেলন হবে?
.
স্থানঃ মঙ্গোলিয়া
কততমঃ ১১তম
.
*** NAM (Non-Aligned Movement) শীর্ষ সম্মেলন হবে?
.
স্থানঃ কারাকাস, ভেনিজুয়েলা
কততমঃ ১৭তম
.
***(COP-22) জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন হবে?
.
স্থানঃ মারাকেশ, মরক্কো
তারিখঃ ৭-১৮ নভেম্বর ২০১৬
.
*** SAARC শীর্ষ সম্মেলন হবে?
.
স্থানঃ ইসলামাবাদ, পাকিস্তান
কততমঃ ১৯তম ?
.
***BRICS শীর্ষ সম্মেলন হবে?
.
স্থানঃ নয়াদিল্লি, ভারত
কততমঃ ৮ম
.
*** OIC (Organisation of Islamic Cooperation) শীর্ষ সম্মেলন হবে?
.
স্থানঃ তুরস্ক
কততমঃ ১৩তম
.
*** Arab League শীর্ষ সম্মেলন হবে?
.
স্থানঃ মরক্কো
কততমঃ ২৭তম
.
*** NATO (North Atlantic Treaty Organization) শীর্ষ সম্মেলন হবে?
.
স্থানঃ ওয়ারশ, পোল্যান্ড
তারিখঃ ৮-৯ জুলাই ২০১৬
.
*** বৈশ্বিক সামাজিক ব্যবসা সম্মেলন?
.
স্থানঃ চীন
কততমঃ ৮ম
.
*** আন্তর্জাতিক এইডস সম্মেলন?
.
স্থানঃ ডারবান, দক্ষিণ আফ্রিকা
কততমঃ ২১তম
.
*** পারমাণবিক নিরাপত্তা সম্মেলন?
.
স্থানঃ ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
কততমঃ ৪র্থ
.
সাম্প্রতিক আরো কিছু তথ্যঃ
.
১। (৩১তম) গ্রীষ্মকালীন অলিম্পিক — রিও ডি জেনিরো, ব্রাজিল।
.
২। (১২তম) সাউথ এশিয়ান গেমস (SA Games) — গুয়াহাটি ও শিলং, ভারত।
.
৩। (১৫তম) EURO Championship 2016— ফ্রান্সে।
.
৪। (১৩তম) এশিয়া কাপ ক্রিকেট— বাংলাদেশে।
.
৫। (১৫তম)গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক — রিও ডি জেনিরো, ব্রাজিল।
.
৬।(৬ষ্ঠ) ICC T-20 World Cup — ভারতে।
EmoticonEmoticon