Technique of memorizing member countries of different international organization

Technique of memorizing member countries of different international organization

 

মনে রাখার সহজ কৌশল
=======================
=====রিটেন+ প্রিলি
=রিটেনে গণিতের দিনে আন্তর্জাতিক পরীক্ষা থাকে তাই অনেক কিছুই দেখে যাওয়া হয় না , লিখতে গিয়ে মনেও আসে না , তাই কিছু কৌশল নিজে এখন থেকেই আওড়ালে বিপদের সময় কাজে লাগবে।
.
UN এর নিরাপত্তা দেশ-সমূহঃ ৫টি
========================
টেকনিক > USA এর boy-friend রা RC খাই না।
১. USA 2. boy= Britain or UK 3.friend= Franch 4. R= Russia 5. C= China
===========
G-8:
=========
G-8…
GIRJA CEF…
G=Germany
I=Itali
R=Rassia
J=Japan
C= Canada
E=England
F=France
=রাশিয়া বাদ । এখন জি ৭।
অথবা
usa এর boy-friend রা RC খাই না + JIG
=
J= Japan, 2. I= Italy 3. G=Germany
প্রতিষ্ঠাতা সদস্য হলেঃ RC বাদ
তবে এটি বর্তমানে জি৭। রাশিয়া বাদ।
====================
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন মহাদেশ ভিত্তিক
. টেকনিক >>৩,২২, .২১,
আফ্রিকা > ৩. এশিয়া > ২ , ল্যাটিন আমেরিকা > ২ , , পূর্ব ইউরোপ ১ , পশ্চিম ইউরোপ ও অন্যান্য অঞ্চল ২
=
D-8:
টেকনিক >> বাপ মা নাই তুমিই সব
১. বাংলাদেশ, ২.পাকিস্তান, 3.মালয়েশিয়া, 4.নাইজেরিয়া, 5.ইন্দোনেশিয়া, 6.ইরান, 7.তুরস্ক, 8.মিশর
……………………..
ইউরো মুদ্রার দেশ
=================
এই অবেলা আপনে ফ্রাই গ্রীল খাচ্ছেন কেন? ফিজা প খান, স্পেন যান।
.
এস্তোনিয়া+ইতালি+অস্ট্রিয়া+বেলজিয়াম+লাটভিয়া+আয়ারল্যান্ড+পর্তুগাল+নেদারল্যান্ড+ফ্রান্স+ইতালি+গ্রীস+লুক্সেমবার্গ+ফিনল্যন্ড+জার্মানী+স্পেন…
.মোট ১৯টি । এতগুলো লিখলেই হবে।
.
ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় কিন্তু ইউরো চালু আছে এমন দেশের সংখ্যা ৬টি। দেশগুলোর নাম মনে রাখার কৌশল:
টেকনিক >“মোসা ভাই এম কম’’
মো= মোনাকো
সা= স্যানম্যারিনো
ভা= ভ্যাটিকান
এ= এন্ডোরা
ম= মন্টিনিগ্রো
ক= কসোভো
=========
===============
পারমাণবিক শক্তিধর দেশ-সমূহঃ৮টি
==================
usa এর boy-friend রা RC খাই না,
এক্ষেত্রে C=চীন হবে + ভারত পাক উত্তর কোরয়া
=================================
ভারতের সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত প্রদেশগুলোর নাম:-

=
★মনে রাখার কৌশল :-
=
” আমি অনামমেত্র ”
.
▶▶ আসাম
▶মি▶ মিজোরাম
▶▶ অরুনাচল
▶না▶ নাগাল্যান্ড
▶▶ মনিপুর
▶মে▶ মেঘালয়
▶ত্র▶ ত্রিপুরা
===============
GCC – এর সদস্য দেশ গুলোর নাম মনে রাখার কৌশল
.
টেকনিক >>“বাবা কা-কু দের ও সব সো”
বা= বাহারাইন
কা= কাতার
কু= কুয়েত
ও= ওমান
স= সংযুক্ত আরব আমিরাত
সো= সৌদি আরব
নোট: প্রতিষ্ঠিত-1981, সদস্য-6
-============
OPEC ভুক্ত দেশগুলোর নাম মনে রাখার কৌশল
□■□■□■□■□■□■□■□■□■□■□■□■□■□■□■□■□■□■
ইরান ইরাকের ইক্ষু, আম, আলু ও লেবুতে ভেজাল নাই।

♧সৌদি আমারে কাতুকুতু দেয়।
,
ইরান,
ইরাক
ইকুয়েডর,
অ্যঙ্গোলা,
আলজেরিয়া,
লিবিয়া,
ভেনেজুয়েলা,
নাইজেরিয়া,
♧ সৌদি আরব,
♧ সংযুক্ত আরব আমিরাত,
♧ কাতার,
♧ কুয়েত।
অথবা
LOVE আছে SUQK NA^2I^2
লাভ আছে সুখ নাই
১. L0=লিবিয়া
২.V= ভেনিজুয়েলা

৩.E=ইকুয়েডর
৪.S=সৌদি আরব
৫.U=সংযুক্ত আরব আমিরাত
৬.Q=কাতার
৭.K=কুয়েত
৮.N=নাইজেরিয়া
১০.A=আলজেরিয়া
১১.A=অ্যাঙ্গোলা
১২.I=ইরান
১৩.I=ইরাক
================
South Asian Association for Regional Cooperation (SAARC)
‪#‎MBA_IS_BNP‬
Country = Capital
M= Maldives = Male
B= Bangladesh =Dhaka
A= Afghanistan =kabul
I= India =New Delli
S= SriLanka =Sri Jayawardenapura-Kotte
B= Bhutan =Thimphu
N= Nepal =Kathmundu
P= Pakistan =Islamabad
==================
CIRDAP:
.
MTV FILM BS NIPAI.
M= মালয়শিয়া
T= থাইল্যান্ড
V= ভিয়েনাম
F= ফিলিপাইন
I=ইন্দোনিশিয়া
L=লাওস
M= মায়ানমার
B=ব্রুনাই
S=শ্রীলংকা
N=নেপাল
I= ইরা্ন
P=পাকিস্তান
F=আফগানিস্তান
I= ইন্ডিয়া
================
আসিয়ানভুক্ত (ASEAN): ১০ টি দেশ ঃ MTV তে FILM দেখলে BCS হবে না।
M= মালয়শিয়া
T= থাইল্যান্ড
V= ভিয়েনাম
F= ফিলিপাইন
I=ইন্দোনিশিয়া
L=লাওস
M= মায়ানমার
B=ব্রুনাই
C=কম্বুডিয়া
S= সিঙ্গাপুর
=========
সংকলিত ও সম্পাদিত।











Previous
Next Post »

Popular Posts