#Gerund_and_Infinite
রুল থেকে বি.সি.এস প্রিলিতে একটা প্রশ্ন থাকবেই।পরীক্ষার হলে Gerund আর Infinite নিয়ে
ঝামেলায় পড়েন না এমন Applicant খুব কমই
আছে।ইস্! Ing যুক্ত হবে না To যুক্ত হবে,
ভাবতে ভাবতে মাথার সব চুল ছিঁড়ে ফেলেন;তবুও
মনে আসে না। আজকের পর থেকে এ সমস্যা
আর হবে না।Gerund আর Infinite দু'টোর
একটি পারলে বাকি'টা অটোম্যাটিক পারা যায়।
নিম্নে Gerund মনে থাকার একটি টেকনিক
আলোচনা করা হলো:
.
টেকনিকটি ছয় থেকে সাত বার পড়ুন ;দেখবেন অটো
মুখস্ত হয়ে গেছে।
.
.
#সাজেশন হচ্ছে,বর্তমান সময়কে #Enjoy
করা
#Avoid করে #Appreciate কর। তাহলে
ব্যাংকে #Admit হতে পারবে।তোমার একটা
#Resume পুনরায় #resent করিও তাহলে #Report
করে #Help করব। আবার এটা #মনে_করে
#Practise কে #Deny করে পড়ালেখা সব #বন্ধ বা
#শেষ করে রাখলে চান্স পেতে #Delay ও
#Miss হওয়ার #Risk থেকে যাবে।
.ব্যাখ্যা:
.
সাজেশন- Suggest
.
Enjoy-Enjoy
.
Avoid-Avoid
.
Appreciate-Appreciate
.
Admit-Admit
.
Resume-Resume
.
Resent-Resent
.
Report-Report
.
Help-Can't help
.
মনে করে- Consider, mind,recall
.
practise-Practise
.
Deny-Deny
.
বন্ধ-Postpone,Quit,resist
.
শেষ-Finish
.Delay-Delay
.
Miss-Miss
.
Risk-Risk
.
উল্লিখিত শব্দগুলো Gerund অর্থাৎ,
শব্দগুলোর পর আর একটি Verb আসলে তার
সাথে Ing যুক্ত হবে।
.
Example:Ekram admitted stealing
Meem's heart.
.
Explanation:Amditted থাকায় পরবর্তী
verb, Steal-এর সাথে ing যুক্ত হয়ে
Stealing হয়েছে।
.
Example:Ekram enjoys dating with Meem.
.
Explanation:Enjoys থাকায় পরবর্তী
Verb,date-এর সাথে ing যুক্ত হয়ে dating
হয়েছে।
.
Gerund গুলো পারা মানে, আপনাকে কষ্ট করে
আর Infinite শিখতে হবে না। এরপরও আরও
ভালোভাবে পরিষ্কার হওয়ার জন্য Infinite
থেকে দু'টো উদাহরণ।
.
Ekram expects to meet Meem
Ekram and Meem agreed to go to Canada.
.
উল্লিখিত Sentence দু'টি তে Expect ও
Agree- হচ্ছে Infinite তাই শব্দগুলোর পর To যুক্ত হয়ে verb base
form-এ হয়েছে।
.
উল্লিখিত Sentence দু'টি তে Expect ও
Agree- হচ্ছে Infinite তাই শব্দগুলোর পর To যুক্ত হয়ে verb base
form-এ হয়েছে।
EmoticonEmoticon