লিখিত প্রস্তুতি :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান (পর্ব: ১)
বিসিএস 'লিখিতর সিলেবাসের' ভিত্তিতে সংবিধানের উপর 'সম্পূর্ণ প্রস্তুতি'
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি একটি লিখিত দলিল। ১৯৭২ খ্রিস্টাব্দের ৪ঠা নভেম্বর তারিখ বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহিত হয় এবং ১৯৭২ খ্রিস্টাব্দের ১৬ই ডিসেম্বর বা বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়। মূল সংবিধান ইংরেজি ভাষায় রচিত হয় এবং একে বাংলায় অনুবাদ করা হয়। তাই এটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বিদ্যমান। তবে ইংরেজী ও বাংলার মধ্যে অর্থগত বিরোধ দৃশ্যমান হলে বাংলা রুপ অনুসরণীয় হবে। . বাংলাদেশের সংবিধান কেবল বাংলাদেশের সর্বোচ্চ আইন নয়, সংবিধানে বাংলাদেশ নামক রাষ্ট্রের মূল চরিত্র বর্ণিত রয়েছে। এতে বাংলাদেশের ভৌগলিক সীমারেখা বিধৃত আছে। দেশটি হবে প্রজাতান্ত্রিক, গণতন্ত্র হবে এদেশের প্রশাসনিক ভিত্তি, জনগণ হবে সকল ক্ষমতার উৎস এবং বিচার বিভাগ হবে স্বাধীন। জনগণ সকল ক্ষমতার উৎস হলেও দেশ আইন দ্বারা পরিচালিত হবে। সংবিধানে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র কে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর ২০১৪ সালের ষোড়শ সংশোধনী সহ এ সংবিধান মোট ১৬ বার সংশোধীত হয়েছে।
EmoticonEmoticon