ছন্দে ছন্দে মনে রাখুন বিখ্যাত প্রনালীগুলোর নাম

বিখ্যাত প্রনালীগুলোর নাম মনে রাখার কৌশল 

 

১.পক প্রণালী –
(ভারত শ্রীলঙ্কাকাকে পোক দিলো)
ভারত হতে শ্রীলঙ্কা পৃথক ।
২. বেরিং প্রণালী –
(আমেরিকা হতে এশিয়াতে আসা বোরিং)
আমেরিকা হতে এশিয়া পৃথক ।
৩.জিব্রাল্টার প্রণালী –
(মরক্কো ও স্পেনে জেব্রা পাওয়া যায়)
মরক্কো (আফ্রিকা) হতে স্পেন (ইউরোপ) পৃথক।
৪.ফ্লোরিডা প্রণালী –
(ফ্লোরিডা কিবা?)
ফ্লোরিডা হতে কিউবা পৃথক ।
৫.মালাক্কা প্রণালী –
( সুমিত্রা মালির মেয়ে)
সুমিত্রা হতে মালয়েশিয়া পৃথক ।
৬.হরমুজ প্রণালী –
(আমিরাতের ইরানী তরমুজ খায়)
আরব আমিরাত ও ইরানের মধ্যে
অবস্থিত।
৭.বাব-এল-মান্দেব-
( লোহা এখন আরবে )
লোহিত সাগর ও আরব সাগরে অবস্থিত।
৮.ডোভার প্রণালী –
(UK ও FRANCE এর মাঝে ডোবা
আছে)
যুক্তরাজ্য হতে ফ্রান্স পৃথক।
৯.বসফরাস প্রণালী –
(ইউরেশিয়া)
ইউরোপ হতে এশিয়া পৃথক।
১০.পানামাখাল-
(উত্তর দক্ষিণ আমেরিকায় পান
খাওয়া নিষেধ)
উত্তর আমেরিকা হতে দক্ষিণ
আমেরিকা পৃথক।



 

Previous
Next Post »

Popular Posts